সিলেটের আখালিয়াস্থ কুমারগাঁও ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লেগেছে। আজ মঙ্গলবার বেলা ১১টা ৫ মিনিটে দিকে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে আগুনের এ ঘটনায় সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে সিলেটের ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম।
জানা গেছে, সকাল ১১টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। কর্মকর্তারা জানান, কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। এখানে ৮ থেকে ১০টি ট্রান্সফার্মার রয়েছে। ট্রান্সফার্মারের পাশাপাশি অনেক কিছুই পুড়ে গেছে। এটি ৩৩ কেভির বিদ্যুৎ কেন্দ্র। এই মুহুর্তে বিভিন্ন যন্ত্রাংশ বিস্ফোরণ হয়ে ছড়িয়ে পড়ছে।
কী কারণে আগুনের ঘটনাটি ঘটেছে, বিষয়টি খতিয়ে দেখছে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ একটি দল। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে সময়ের সাথে সাথে আগুনের মাত্রা আরো ভয়াবহ আকার ধারণ করছে। আশেপাশের ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিটকেও আগুন নিয়ন্ত্রণের জন্য খবর দেওয়া হয়েছে।