এবি ব্যাংক লিমিটেডের কারওয়ান বাজার শাখার ঋণখেলাপি ম্যাজেস্টিকা হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর স্ত্রী লায়লা সিদ্দিকী, ব্যবস্থাপনা পরিচালক অনিক সিদ্দিকী এবং পরিচালক রায়না সিদ্দিকীর বিরুদ্ধে চেক ডিসঅনারের মামলা দায়ের করা হয়েছে। প্রতিষ্ঠানটি এবি ব্যাংক লিমিটেড কারওয়ান বাজার শাখা থেকে ঋণ নিয়ে পরবর্তীতে ঋণ পরিশোধ না করায় এবি ব্যাংক খেলাপিদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

আদালত সোমবার (০২ নভেম্বর) তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর প্রেক্ষিতে গুলশান থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা গ্রেফতারি পরোয়ানা নিয়ে আসামিদের ঠিকানায় যান। কিন্তু আসামিরা পলাতক রয়েছেন। এর আগেও গত ৭ অক্টোবর গুলশান থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অভিযানে যান। অভিযানে গিয়ে দেখেন আসামিরা কেউ বাসায় নেই। জানা যায়, পুলিশ আসামিদের বাসায় পৌঁছানোর আগেই তারা পালিয়ে গেছেন।

ম্যাজেস্টিকা হোল্ডিং লিমিটেডের কাছে এবি ব্যাংকের কারওয়ান বাজার শাখায় ৪৩ কোটি ৯০ লাখ টাকা খেলাপি ঋণ রয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটির সরকারি খাতে জনতা ব্যাংক এবং বেসরকারি খাতে পদ্মা ব্যাংক লিমিটেডের (সাবেক ফারমার্স ব্যাংক) কাছে বিপুল অংকের খেলাপি ঋণ রয়েছে।