কলাপাড়ায় টাকার লোভ দেখিয়ে ৫ বছরের এক কন্যাশিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে হারুন আকন (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে পৌরশহরের এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে বাদুরতলীর মো: চুন্নু মিয়ার ছেলে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি প্রতিবেশি অপর এক শিশুর সাথে পাশর্^বর্তী একটি বাড়ির উঠানে খেলা করতে ছিল। সেসময় হারুন ওই শিশুটিকে টাকার লোভ দেখিয়ে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। তাৎক্ষনিক প্রতিবেশি শিশুটির পরিবারকে খবর দেয়। স্বজনরা পুলিশে অবহিত করলে হারুনকে গ্রেফতার করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) খন্দকার মো.মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পরপরই আসামীকে গ্রেফতার করা হয়েছেএবং তার বিরুদ্ধে মামলা হয়েছে।

 

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি