করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম এবং তার স্ত্রী ডা. শায়লা শগুফতা ইসলাম রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে মেয়রের সহকারী একান্ত সচিব রিসাদ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিজেও করোনায় আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর আগে ডিএনসিসি’র মেয়র মো. আতিকুল ইসলাম, তার স্ত্রী ডা. শায়লা শগুফতা ইসলাম এবং মেয়রের একান্ত সচিব রিসাদ মোর্শেদ অসুস্থবোধ করায় গত রোববার সকালে কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা দেন। সেই রাতেই তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তারপর প্রথমে তারা নিজ বাসায় অবস্থান করছিলেন। আজ বিকেলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন তারা।
প্রসঙ্গত, গত ১৩ মে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেন আতিকুল ইসলাম। তিনি গত ১ ফেব্রুয়ারি সিটি করপোরেশনের নির্বাচনে ডিএনসিসি’র মেয়র পদে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন।