দেশে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৪৪২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত তিন লাখ ৭০ হাজার ১৩২ জন শনাক্ত হলেন। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ মৃত্যু শনাক্ত হয়েছে ২৭ জনের। এ নিয়ে সরকারি হিসাবে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচ হাজার ৩৭৫ জনে।সোমবার (৫ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১১ হাজার ৮০৯টি। নমুনা পরীক্ষা করা হয় ১১ হাজার ৭৬৭টি। এখন পর্যন্ত ২০ লাখ এক হাজার ৪৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫২৬ জন। এখন পর্যন্ত সুস্থ ২ লাখ ৮৩ হাজার ১৮২ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ১২ দশমিক ২৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৮ দশমিক ৪৯ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থ হয়েছেন ৭৬ দশমিক ৫১ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।গত একদিনে মৃত্যুবরণকারীদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ১০ জন নারী। এখন পর্যন্ত পুরুষ চার হাজার ১৫৫ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ২২০ জন।২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২৫ জন এবং দুইজন বাড়িতে মারা গেছেন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন।বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে চারজন, রাজশাহীতে একজন, খুলনায় তিনজন এবং বরিশালে একজন। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১৭৩ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৪ হাজার ১৮৯ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩২০ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৬৮ হাজার ১ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৮২ হাজার ১৯০ জনকে।

প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ৬৮৭ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ৯৩২ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন চার লাখ ৯৫ হাজার ১২৫ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে পাঁচ লাখ ৩৭ হাজার ৮২ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪১ হাজার ১৮৯ জন।