বান্দরবানের থানচি উপজেলায় নাফাখুম ঝর্ণায় বেড়াতে গিয়ে নিখোঁজ পর্যটক জাকারুল ইসলাম কাননের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে রেমাক্রী খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত পর্যটক রাজধানীর উত্তরার বাসিন্দা কাজী জহিরুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল শনিবার দুপুরে নাফাখুম ঝর্ণা দেখে ফেরার সময় সাইগংয়ান নামক স্থানে রেমাক্রী খাল পার হওয়ার সময় জাকারুল ইসলাম কানন পানির স্রোতে ভেসে যান। এসময় তার সঙ্গে থাকা অন্যান্য সঙ্গীরা অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে স্থানীয় গাইড বিজিবি ক্যাম্পে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যায় এবং স্থানীয় বাসিন্দা ও নিখোঁজ জাকারুলের সঙ্গীদের নিয়ে গতকাল বিকেল থেকে রেমাক্রী খালে উদ্ধার অভিযান চালায়। পরে আজ সকাল সাড়ে ১০টার দিকে রেমাক্রী খালে তার মরদেহ পাওয়া যায়।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, পুলিশ বিজিবি ও স্থানীয়দের সহায়তায় রেমাক্রী খাল থেকে নিখোঁজ পর্যটক জাকারুলের লাশ উদ্ধার করে থানচি সদরে নিয়ে আসা হয়েছে। পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়েছে। তারা আসছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে ঢাকা থেকে ১৩ জনের একটি গ্রুপ নাফাখুম ঝর্ণায় যাওয়ার জন্য থানচির স্থানীয় গাইড শ্রাবণ ত্রিপুরার সঙ্গে রেমাক্রী যায়। সেখানে রাত্রি যাপনের পর গতকাল শনিবার সকালে নাফাখুম ঝর্ণা দেখে ফেরার পথে সাইগংয়ান নামক স্থানে রেমাক্রী খাল পার হওয়ার সময় জাকারুল ইসলাম কানন পানির স্রোতে ভেসে যায়।