কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, কুয়েতের রাজকীয় বিষয়ক মন্ত্রী শেখ আলি জাররাহ আল-সাবাহ বিষয়টি নিশ্চিত করেছেন। একটি টিভিতে তিনি বলেন, ‘কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’
কুয়েতের আমিরকে জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। তার আগে কুয়েতে তার অস্ত্রোপচার হয়। তিনি ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন। তাকে কুয়েতের আধুনিক পররাষ্ট্রনীতির স্থপতি বলা হয়। তিনি ১৯৬৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত কুয়েতের পররাষ্ট্র মন্ত্রী হিসেবে কাজ করেন।
এরপর ২০০৩ সালে তিনি কুয়েতর প্রধানমন্ত্রী হন। ২০০৬ সাল থেকে তিনি দেশটির আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তৎকালীন আমির শেখ জাবের আল-সাবাহ মারা গেলে তিনি আমির হন। ২০১৯ সাল থেকে তিনি এক বিরল রোগে ভুগছিলেন।