পাখিরা ছুঁয়েছিলো মেঘ 

হৃদয়ের কিছু কথা,
হৃদয় দিয়েই বুঝে নাও
বিকেল না হতেই তুমি কেনো চলে আসো?
কি চাও তুমি!
মেঘ ভাঙা রোদ, নাকি সন্ধ্যাতারা
আমার প্রাপ্তির ঝুলি শুন্য
কি দেবো তোমায়!
শিশির ভেজা সকাল নেবে?
নগ্ন পায়ে সবুজ ঘাসের বুকে
করবো আলিঙ্গন
যাবে বহুদূরে!
যেখানে শরৎ ছুঁয়েছিল আকাশ
পাখিরা ছুঁয়েছে মেঘ
ভালোবাসায় নীল হয়েছিলো ক্লান্ত রোদ্দুর……
কি দিবো তোমায়?
প্রতিদান! নাকি ভালোবাসা!
ভালোবাসা ঘুমিয়ে আছে সোনার কাঠি ছুঁয়ে
এক আঁচল দুঃখ নেবে?
সময়ের কাঠগড়ায় ধুলো জমে আছে
অতিতের ঋণ কি পারবে মুছে দিতে
ধুলোয় লুকোনো জীবনের প্রতিচ্ছবি!
জীবনের কাছেই কি বা আর আছে!
ব্যাথার দানে ব্যাধিত প্রাণে বলো কি আর আছে!
কি দেবো তোমায়?
কাঠগোলাপ! নাকি শিউলি
একটা পাথর হৃদয় নেবে?
ভাঙাচোরা হৃদয়!
সেখানে বহুদিন চাষাবাদ হয়নি
অনাবাদী জমিনে শ্যাওলা জমে আছে
কেউ করেনি আবাদ কোনো দিন
এখানে এখন শেষ বিকেলে বৃষ্টি হয়…..
কি দেবো তোমায়?
সুখ! নাকি দুঃখ
দু ফোটা অশ্রু নেবে?
কেউ সুখে থেকেও দুঃখি
আবার কেউ দুঃখি হয়েও খুব সুখি
নিশ্চিত মৃত্যুর কাছাকাছি যে মানুষ
সে ও বাঁচতে চায়, সুখ পেতে চায়
আর আমি তো জীবন্মৃত এক নিশাচর।।

– আমেনা ফাহিম