ছেলে শেখ ইয়ামিন সিনানকে নিয়ে পল্টন মাঠে ক্রিকেট খেলছিলেন ঝর্ণা আক্তার। সেই ছবি ফেসবুকে আপলোড হলে মুহূর্তেই ভাইরাল হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা গণমাধ্যম সব জায়গায় মা-ছেলের ছবিগুলো নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে ছোট্ট সিনান জানান, তার প্রিয় ক্রিকেটার মুশফিকুর রহিম। ইচ্ছা, পছন্দের খেলোয়াড়ের সঙ্গে দেখা করার। মাদরাসার শিক্ষার্থী সিনানের এই ইচ্ছা পূরণ হলো। বাংলাদেশ দলের তারকা মুশফিক বুধবার মা-ছেলের সঙ্গে দেখা করেছেন। ছেলে আরামবাগ আল কারিম ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। সেখানে খেলাধুলার ব্যবস্থা না থাকায় সিনানকে কবি নজরুল ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়েছেন ঝর্ণা। গেল ১১ সেপ্টেম্বর ছেলের সঙ্গীরা আসতে দেরি করায় নিজেই ব্যাট-বল নিয়ে খেলতে শুরু করেন ছেলের সঙ্গে। খেলার প্রতি বিশেষ আগ্রহ আছে মায়েরও। কারণ তিনি নিজেই জেলা পর্যায়ে পুরস্কার জয়ী অ্যাথলেট ছিলেন।