গ্রিসের রাজধানী এথেন্সের আসপোপিরগো নামক জায়গায় গুলিবিদ্ধ দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) গ্রিক পুলিশ তাদের মরেদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, উদ্ধার হওয়া শ্রমিকরা মাথা ও গলায় গুলিবিদ্ধ ছিলেন। তাদের মরদেহ পরিত্যাক্ত দুটি কনটেইনারের মাঝে ফেলে রাখা হয়। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে সম্পর্কে পুলিশ কিছু জানাতে পারেনি।
গ্রিক পুলিশের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস নিহতদের পরিচয় নিশ্চিত করেছে। নিহতরা হলেন, আব্দুল মমিন, পিতা আব্দুর রেজ্জাক, মাতা গুলেসা বেগম। আরেকজন হলেন, মোহাম্মদ শাহীন, পিতা নুর হোসেন, মাতা আমিনা খাতুন। তাদের দেশের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার কামড়াখাই গ্রামে। এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস।