মাদারীপুর আড়িয়াল খাঁ নদীর তীব্র স্রোতে শনিবার (১ আগস্ট) আনুমানিক সাড়ে ৩টায় লঞ্চঘাট এলাকায় শহর রক্ষা বাঁধের প্রায় ২৫ মিটার বিলীন হয়ে গেছে। এলাকাবাসী জানান, হঠাৎ করেই লঞ্চঘাট এলাকায় ভাঙন শুরু হয়। এতে নদীর পাশের ওয়াক ওয়েসহ একটি বসতঘরও ধসে পড়ে। ভাঙন ঝুঁকিতে রয়েছে পুলিশ ফাঁড়ি, পুরান শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশকিছু স্থাপনা। শিগগিরই বেরিবাঁধ ও ডাম্বিং কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে মাদারীপুর পৌর সভার পক্ষ থেকে বালুভর্তি জিওব্যাগ ফেলে আপদকালিন ভাঙন রোধের ব্যবস্থা নেয়া হয়েছে।

সাবরীন জেরীন,মাদারীপুর।