ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সরকারি কর্মকর্তাকে মারপিটের ঘটনায় ১ জনকে আটক করেছে রানীশংকৈল থানা পুলিশ। ৩১ জুলাই শুক্রবার সকালে উপজেলার বন্দর দক্ষিণ পাড়ার আবুল কালাম আজাদের ছেলে লেমন (৩০) কে রাণীদীঘি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তবে আরেকজন আসামীকে গ্রেফতারের প্রক্রিয়া চলমান আছে বলে জানান রানীশংকৈল থানান এস আই আহসান হাবিব।
মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ২৭ জুলাই রাণীশংকৈল পৌরশহরে সরকারি দায়িত্ব পালনকালে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কমল কৃষ্ণ রায় যানজোটের কবলে পড়েন।
এ সময় বিতর্কিত যুবলীগ ফারুক হোসেন ও লেমন নামে তার সহযোগি সেখানে এসে থামেন। তারা ঐ কর্মকর্তাকে অন্য পথ দিয়ে সরে যেতে বলেন। কৃষি কর্মকর্তা যানযোটের জন্য তাদের অপেক্ষা করতে বললে ফারুক মোটরসাইকেল থেকে নেমে ক্ষিপ্ত হয়ে ঐ কর্মকর্তাকে বেধরক মারপিট করে। এতে ঐ কর্মকর্তা ঐদিনেই বাদী হয়ে ফারুক ও লেমনের নামে থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে জানতে চাওয়া হলে থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সফিকুল ইসলাম শিল্পী
রাণীশংকৈল, ঠাকুরগাঁও