সমুদ সীমায় ইলিশ প্রজনণ মৌসুমে ৬৫দিনের নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরার অপরাধে আন নুর নামে একটি মাছধরা ট্রলারকে ৫০হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। বুধবার মধ্যে রাতের দিকে এ জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাহমুদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির এ এস আই কামরুল ইসলাম জানান, কক্সবাজারের কুতুব দিয়ার খুদিয়ার টেক এলাকার দীন মোহাম্মাদ’র মালিকানাধীন এফবি আন নুর নামক একটি ট্রলার মৎস্যবন্দর আলীপুরের ইউসুফ কোম্পানীর গদিতে মাছ বিক্রির সময় অভিযান চালিয়ে ট্রলারটি মাঝি-মাল্লা সহ আটক করা হয়। পরে রাত নয়টার দিকে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ১৯৮৩ এর ১৯ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা প্রদান করেন।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, প্রজনণ মৌসুমের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে এ জরিমানা করা হয়েছে। এসময় মৎস্য আড়ৎদার ইউসুফ কোম্পানীকে সতর্ক করে দেয়া হয়।
রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি