নীলফামারীতে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যায় ৪ নারী সহ নতুন করে আরও ৮ জন যুক্ত হয়েছেন।নিয়ে ৬ উপজেলা সহ পুরো জেলায় মোট করোনা অাক্রান্ত হলেন ২৯৫ জন। শনিবার(২০ জুন)রাতে সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব হতে ১৩ ও ২০ জুনের প্রেরিত ৩৯টি নমুনার পরীক্ষা করে এ তথ্য পাওয়া গেছে।
নতুন করে ৮ জন নতুন করোনা আক্রান্তদের মধ্যে নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাজিরহাট এলাকার দুই ভাই, জলঢাকা উপজেলার উত্তর বগুলাগাড়ী রাজারহাট এলাকার স্বামী-স্ত্রী, জলঢাকা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড সবুজপাড়ায় এক নারী, মুদিপাড়ার এক ছাত্রী, সৈয়দপুর পৌরসভার পুরাতন বাবুপাড়ায় একজন নারী এবং ডোমার পৌরসভার ছোট রাউতা এলাকার এক ঔষধ দোকানের মালিক।
উল্লেখ্য:- জেলা জুড়ে এ নিয়ে সর্বমোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৯৫ জন। এর মধ্যে নীলফামারী সদরে ৯১, জলঢাকা উপজেলায় ৫৭, ডিমলা উপজেলায় ৪৭, সৈয়দপুর উপজেলায় ৪০, ডোমার উপজেলায় ৩৪ ও কিশোরগঞ্জ উপজেলায় ২৬ জন।এ পর্যন্ত মৃত্যু বরন করেছেন ৬ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৩৬ জন।
সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি।