গাজীপুরের কালীগঞ্জে রবিবার বিকেলে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম জসিম উদ্দিন (৫৫)। তিনি স্থানীয় মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য এবং মোক্তারপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
মোক্তারপুর ইউপি চেয়ারম্যান শরীফুল ইসলাম সরকার তোরণ ও স্থানীয়রা জানান, রবিবার বিকেলে গাজীপুর জেলা শহর জয়দেবপুর থেকে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন জসিম উদ্দিন। পথে জয়দেবপুর-ইটাখোলা সড়কের জাঙ্গালীয়া ইউনিয়নের দুবুরিয়া এলাকায় পৌছলে বিপরীতদিক থেকে বেপরোয়াগতিতে আসা অপর একটি মোটর সাইকেলের সঙ্গে তার মোটর সাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ দূর্ঘটনার পর মোটর সাইকেল ফেলে দুই আরোহী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক জানান, মোটর সাইকেল দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার এবং দূর্ঘটনা কবলিত মোটর সাইকেল দু’টি জব্দ করেছে। তবে নিহতের লাশ তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে হস্তান্তর করা হয়েছে।