যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে ইতিহাসে প্রথমবারের মতো কোনো কৃষ্ণাঙ্গ অফিসারকে প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হলো। জেনারেল চার্লস ব্রাউন জুনিয়রকে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছে মার্কিন সিনেট।

গতকাল মঙ্গলবার জেনারেল চার্লস ব্রাউনকে ইউএস এয়ারফোর্সের প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাবটি সিনেটে সর্বসম্মতভাবে পাস হয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজ ও কাতারের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা’র প্রতিবেদনে এ তথ্য জানোনো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল চার্লস ব্রাউনকে ইউএস এয়ারফোর্সের প্রধান হিসেবে নিয়োগ দিতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের তোলা প্রস্তাবটি মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটে ৯৮-০ ভোটে পাস হয়। এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন পেন্স।

ব্রাউনের এ নিয়োগে উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি লিখেছেন, এটা আমেরিকার জন্য ঐতিহাসিক একটি দিন। জেনারেল ব্রাউনকে ‘অসাধারণ এক দেশ প্রেমিক ও দুর্দান্ত একজন নেতৃত্ব’ বলেও উল্লেখ করেন ট্রাম্প।

সিদ্ধান্তটি এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্রের ৫০টি স্টেটের ১৪০টি বড় শহর কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার প্রতিবাদে বর্ণবাদ বিরোধী বিক্ষোভে উত্তাল। সমালোচকরা বলছেন, যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভ কিছুটা কমাতেই চার্লস ব্রাউনকে ইউএস এয়ারফোর্সের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে ট্রাম্প প্রশাসন।