করোনাভাইরাস মহামারিতে তিন মাস বন্ধ থাকার পর ঢাকা-যশোর রুটে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বেবিচকের চেয়ারম্যান মো. মফিদুর রহমান। তিনি বলেন, ‘আগামী বৃহস্পতিবার থেকে যশোর রুটে নিয়মিত ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়েছে।’
বেবিচকের চেয়ারম্যান বলেন, ‘কোভিড-১৯ মোকাবিলায় স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা মেনে বিমান যোগাযোগ চালু করতে বিমানবন্দরগুলোতে চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জামের প্রয়োজন হয়। আমরা স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ থেকে সাপোর্টটা পাচ্ছিলাম না বলে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দিতে পারছিলাম না।’
এর আগে চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর রুটে বিমান চলাচল শুরু করা হয়। কয়েকদিনের ভেতরে আন্তর্জাতিক রুটেও বিমান চলাচল শুরু হবে।