ভারতের উড়িষ্যায় প্রশিক্ষণের সময় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় একজন ক্যাপ্টেন ও একজন ট্রেনি পাইলটের মৃত্যু হয়েছে৷ আজ সোমবার সকালে উড়িষ্যার ধেনকানল জেলায় বিমানটি বিধবস্ত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।
প্রতিবেদনে বলা হয়েছে, উড়িষ্যার বিরাসল এয়ারস্ট্রিপে এই দুর্ঘটনা ঘটে ৷ বিমান ওড়ানোর ট্রেনিংয়ের সময়েই দুর্ঘটনাটি ঘটে ৷ মৃত ক্যাপ্টেনের নাম সঞ্জীব কুমার ঝা ৷ তিনি বিহারের বাসিন্দা ৷ ট্রেনি পাইলটের নাম আনিস ফাতিমা। তিনি তামিলনাডুর বাসিন্দা ৷ তবে ঠিক কী কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে তার তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনায় নিহত দুজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঙ্কাদাহাদ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।