গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো করোনা শনাক্তকরণ পিসিআর ল্যাব। আজ রোববার সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো.জাহিদ আহসান রাসেল আনুষ্ঠানিকভাবে এ পিসিআর ল্যাবের উদ্বোধন করেন। এখানে বিনামুল্যে করোনা শনাক্তের নমুনা পরীক্ষা করে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেয়া হবে।
এছাড়া অনুষ্ঠানে জেলা প্রসাশক এস এম তরিকুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান, হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।