গাজীপুরের সদর উপজেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা হাজার পেরিয়েছে। ব্যাপকভাবে সংক্রমণ হওয়ায় এ উপজেলার আরো ১৩২জনসহ নতুন ১৩৭জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টার নমূনা পরীক্ষার রবিবারের ফলাফলে তাদের দেহে এ ভাইরাস শনাক্ত করা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত আরো দুইজন ওই সময়ে মারা যান। এ নিয়ে জেলায় এপর্যন্ত রবিবার) মোট একহাজার ৭০৪ জন করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ১৫ জন মারা গেছেন।

গাজীপুর সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান জানান, গাজীপুরের ৫টি উপজেলার মধ্যে এ পর্যন্ত সদর উপজেলায় সর্বাধিক সংখ্যক লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার পর্যন্ত এ উপজেলায় আক্রান্ত হয়েছে ১১৩০ জন। অন্য চারটি উপজেলার আক্রান্তদের মধ্যে কালিয়াকৈরে ১৮৭জন, কালীগঞ্জে ১৫৫জন, শ্রীপুরে ১১৮জন ও কাপাসিয়া উপজেলার ১১৪জন রয়েছে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১৫ জন মারা গেছেন। গাজীপুরে এ পর্যন্ত ১৩ হাজার ৩৮৮ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক ও পোশাককর্মীও রয়েছেন।

গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, গাজীপুরে প্রতিনিয়ত বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ। গত ২৪ ঘন্টায় জেলায় আরো ১৩৭জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে গাজীপুর সদরে ১৩২জন ও কালিয়াকৈর উপজেলায় ৫জন আক্রান্ত হয়েছেন। জেলার অপর তিনটি উপজেলা শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জে রবিবার প্রাপ্ত ২৪ ঘন্টার ওই রিপোর্টে কেউ আক্রান্ত হননি। তবে করোনা ভাইরাসে আক্রান্ত আরো দুইজন ২৪ ঘন্টায় মারা গেছেন। এনিয়ে জেলার ৫টি উপজেলায় এপর্যন্ত মোট একহাজার ৭০৪ জনের দেহে করোনা (কোভিড-১৯) ভাইরাস শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১৫জন। তবে ইতোমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত ৩২০ জন সুস্থ্য হয়েছেন।