মালদ্বীপে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে ৪৩ বছর বয়সের ২য় বাংলাদেশী প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার মারা গেছেন, ২৬শে মে রোজ মঙ্গলবার রাত ১০ টা ৪৫ মিনিটে তাকে অজ্ঞান অবস্থায় রাস্তায় পাওয়া যায় রাস্তা থেকে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল (IGMH) নিয়ে যাওয়া হয়, হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে, করোনা টেস্ট করা হলে পজিটিভ হয়, এনিয়ে মালদ্বীপে ৫ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করছে তাদের মধ্যে তিনজন মালদ্বিভিয়ান এবং দুই বাংলাদেশি প্রবাসী
এদিকে মালদ্বীপে প্রাণঘাতী করোনায় এখন পর্যন্ত ১৪৩৮ জন আক্রান্ত হয়েছে যাদের মধ্যে ৫০.৬১% এই প্রবাসী বাংলাদেশী
সর্বশেষ তথ্য অনুযায়ী ২৪ ঘন্টার মধ্যে নতুন করে ৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর পাওয়া গেছে, তাদের মধ্যে ৩১ জনই বাংলাদেশী মালদ্বীপের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (এইচপিএ) ও মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ২৩২ জন।
মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম, মালদ্বীপ প্রতিনিধি