রাজশাহীর বাঘা উপজেলার সাতটি ভিন্ন ভিন্ন ইউনিয়ন ও দু’টি পৌরসভার নিম্নবিত্ত ও আর্থিক অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে অনলাইনভিত্তিক কমিউনিটি ‘আমাদের বাঘা’।
২৩ মে ২০২০, শনিবার উপজেলার বিভিন্ন স্থানে ৪০০’র বেশি পরিবারের মধ্যে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপলক্ষে আটা, সেমাই, চিনি, দুধ, সাবান দিয়ে তৈরি করা হয় এই উপহার ব্যাগগুলো। এই কমিউনিটি গত এক সপ্তাহ যাবৎ ইন্টারনেটে প্রচারণা চালিয়ে অনুদান সংগ্রহ করে। বর্তমানে গ্রুপে প্রায় ২৩০০’র বেশি সদস্য যুক্ত আছেন।
ঈদ উপহার গ্রহণ করার পরে বাউসা ইউনিয়ন এর একজন গ্রহীতা জানান, “করোনা ভাইরাসের এই সময়ে অনেকদিন ধরেই উপার্জন বন্ধ আছে। এই উপহার আমার ঈদকে আরও আনন্দিত করবে।” তিনি ধন্যবাদ জানান এই উদ্যোগ গ্রহণকারীদের।
ভবিষ্যতে আরও এমন ধরনের সামাজিক উদ্যোগ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ‘আমাদের বাঘা’ কমিউনিটির সমন্বয়কারী ও উপদেষ্টাগণ।
বাঘা উপজেলার ইন্টারনেট ব্যবহারকারীদের নিয়ে ২০১৩ সালে তৈরি হয় এই প্লাটফর্ম। ফেসবুকে এই কমিউনিটির ঠিকানা- https://www.facebook.com/groups/amaderbagha/