করোনাভাইরাসের চিকিৎসায় বিশ্বের প্রথম অনুমোদিত জেনেরিক রেমডেসিভিরের বাজারজাত শুরু করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এর সঙ্গে সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে এই ওষুধ বিতরণের ঘোষণা দিয়েছে তারা। আজ বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে স্যাম্পল ওষুধ তুলে দেন বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।
এ সময় তিনি বলেন, ‘বহুল প্রতীক্ষিত এই রেমডেসিভির জেনেরিক সংস্করণ বাজারজাতকরণে বেক্সিমকো ফার্মাই বিশ্বের প্রথম প্রতিষ্ঠান। ওষুধটি কোভিড-১৯ এ গুরুতর অসুস্থ রোগীর রক্তনালীতে ইনজেকশন হিসেবে প্রয়োগ করা হয়।’
এদিকে বেক্সিমকো ফার্মার মহৎ এ উদ্যোগের প্রশংসা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশের করোনা পরিস্থিতি ভালো।’