সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার-এর একজন সাংবাদিক প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার করোনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ এসেছে তার। তরুণ এই সাংবাদিক এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই বাসায় অবস্থান করে কাজ করছেন। ধারণা করা হচ্ছে, নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য নিজ বাসার কাছাকাছি মুদির দোকান কিংবা কাঁচাবাজারে গেলে সেখান থেকে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত ওই সাংবাদিক বলেন, ‘আমার ও আমার স্ত্রীর গত কদিন থেকে কাশি হচ্ছে। এজন্য গত রোববার আমরা কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেই। আইইডিসিআর আজ মঙ্গলবার এক ই-মেইলে আমাকে জানিয়েছে যে আমার ও আমার স্ত্রীর কোভিড-১৯ পজিটিভ। আমরা এখন চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি। এখন পর্যন্ত আমরা শুকনো কাশি ছাড়া আর কোনো বড় জটিলতায় ভুগছি না।’