করোনাভাইরাস মোকাবিলায় মাঠে থেকে নিরলস পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাহিনীর এক হাজার ৮৭৮ জন সদস্য ইতিমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ছাড়াও আইশোলেশনে রয়েছে এ বাহিনীর এক হাজার ১৫৯ জন সদস্য।
আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পুলিশ সদরদপ্তরের একটি সূত্র দৈনিক আমাদের সময় অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ সদরদপ্তর সূত্রে জানা জানা যায়, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ঢাকা মহানগর পুলিশেরই (ডিএমপি) রয়েছেন ৮৬৫ জন। এ ছাড়া বাংলাদেশ পুলিশের মোট ৪ হাজার ৯৬১ পুলিশ সদস্য কোয়ারেন্টিনে রয়েছেন।
পুলিশ জানায়, আজ মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাসের কবল থেকে ২৯৮ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রাণ গেছে ৭ জন পুলিশ সদস্যের।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ করোনাক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। আইজিপির নির্দেশে অসুস্থ পুলিশ সদস্যদের দেখাশোনার জন্য গঠন করা হয়েছে ‘বিশেষ টিম’।
ইতিমধ্যেই কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী ঢাকা এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।