আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ২২ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) জেয়াদ আল মালুম এ তথ্য নিশ্চিত করেন। ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলেন, ‘সাধারণ ছুটির পর থেকে আমাদরে কার্যক্রম স্থগিত রয়েছে। এরই মধ্যে ট্রাইব্যুনালের মধ্যেই দুটি ব্যারাকে থাকা এপিবিএন এর প্রায় ২২ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। কয়েকজনকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। এখনো আক্রান্ত প্রায় ১৯ জন সদস্য ট্রাইব্যুনালের ভেতরে অবস্থান করছেন। ফলে আমরা ট্রাইব্যুনালে যেতে পারছি না। ’

কাজের পরিবেশ নিশ্চিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিটি করপোরেশনকে অবিলম্বে প্রসিউিশন কার্যালয়সহ পুরো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জীবাণুমুক্ত করার দাবি জানান জেয়াদ আল মালুম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তারা জানান, ট্রাইব্যুনালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ২২ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অনেকে সুস্থ হওয়ার পথে। তারা বাসা থেকে অনলাইনে প্রয়োজনীয় কাজ করছেন।

গত ২৪ এপ্রিল ব্যারাকের এক সদস্য করোনা পজেটিভ শনাক্ত হন। গত ২৭ এপ্রিল নতুন করে আরও দুই এপিবিএন সদস্যের শরীরে করোনা পরীক্ষায় পজেটিভ পাওয়া যায়। এরপর একে একে ২২ সদস্য করোনা আক্রান্ত হন।