নড়াইল জেলার আক্রান্ত সব করোনা রোগী সুস্থ হয়ে গেছেন। এর মধ্য দিয়ে জেলায় বর্তমানে করোনা রোগীর সংখ্যা শূন্য। জেলার সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন জানান, নড়াইলে করোনাভাইরাস আক্রান্ত ১৩ জনের সবার করোনার রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।
তিনি বলেন, আজ সোমবার (১১ মে) পর্যন্ত পেন্ডিং থাকা ২০টি নমুনার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এর মধ্যে করোনায় আক্রান্ত নড়াইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দুই চিকিৎসকসহ সদর উপজেলায় ৪ জন এবং লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারজন চিকিৎসকসহ ৯ জনের দ্বিতীয় পর্যায়ে করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এর মধ্য দিয়ে নড়াইলে এখন করোনার কোন রোগী নেই বলা যায়। এছাড়া নড়াইলে মোট হোম কোয়ারেন্টিনে ছিল ১ হাজার ৪১৬ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৭৪ জন। তবে নড়াইলে আপাতত করোনার রোগী না থাকলেও স্বাস্থ্য বিধি মেনে চলাসহ সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন সিভিল সার্জন।