করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ২০০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৪ জনই বাংলাদেশি। গতকাল সকাল পর্যন্ত দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ২৫১ জন। এর মধ্যে চার হাজার বাংলাদেশি রয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫ হাজার ৪৩১ জন।

জানা গেছে, নিহত ৬৪ বাংলাদেশির মধ্যে শুধু চট্টগ্রামেরই রয়েছে ২২ জন। অন্যান্য দেশের তুলনায় দেশটিতে বাংলাদেশিদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। অন্যদিকে সৌদি আরবের অন্যান্য প্রদেশের তুলনায় সবচেয়ে বেশি মক্কায় মারা গেছেন ৮৫ জন। আর দ্বিতীয় স্থানে রয়েছে মদিনা নগরী। পরিসংখ্যান অনুযায়ী করোনা আক্রান্তের মধ্যে ৯২ শতাংশ প্রাপ্তবয়স্ক, ৬ শতাংশ শিশু এবং ২ শতাংশ ষাটোর্ধ্ব। আবার এদের মধ্যে ৮৬ শতাংশ পুরুষ, ১৪ শতাংশ নারী এবং ৭৬ শতাংশ প্রবাসী ও ২৪ শতাংশ সৌদি নাগরিক।

এদিকে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আব্দুল আলী বলেছেন, করোনা ভাইরাসের আক্রমণ থেকে সুস্থ হওয়ার মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে। যেমন কেউ একদিনে সুস্থ হচ্ছেন। আবার কেউবা এক সপ্তাহে। কারও অবস্থা জটিল হলে আরও বেশি সময় লাগছে। তবে আশার কথা হচ্ছে, সৌদি আরবে এখন সুস্থতার সংখ্যা বাড়ছে। সৌদি আরবে করোনাক্রান্তে মৃত্যুর শতকরা হার দশমিক ৭।