সংযুক্ত আরব আমিরাতের আকাশচুম্বী ভবন অ্যাবকো টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১২ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে দেশটির শারজাহ শহরে অবস্থিত এই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ৯টার দিকে ভবনের ১০ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক কর্নেল সামি আল নাকভি বলেন, শারজাহ টাওয়ারে রাত ৯টা ৪০মিনিটে আগুনের সূত্রপাত হয়েছিল। দমকল বাহিনী রাত ১১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি বলেন, দমকল বাহিনীর কুইক রেসপন্স টিমের সদস্যরা আশপাশের বাড়িগুলো থেকে লোকজন সরিয়ে নেওয়ায় তাদের জীবন রক্ষা করা গেছে। এর আগে বিবিসি জানায়, শত শত অগ্নিনির্বাপণ কর্মী আগুন নেভানোর কাজে অংশ নেয়। আগুনের তীব্রতা ছিল অত্যন্ত বেশি। শতাধিক মেশিন দিয়ে পানি ছিটানো হয়। ব্যবহার করা হয় ড্রোন।

শারজাহ টাওয়ার ৪৯ তলা বিশিষ্ট। দুর্ঘটনার আশঙ্কায় এই টাওয়ারের আশেপাশের বেশ কয়েকটি ভবন খালি করা হয়েছে। ২০০৬ সালে নির্মিত এই আকাশচুম্বী ভবনের ৩৮টি তলা আবাসিক। প্রত্যেক তলায় ১২টি করে ফ্ল্যাট রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির প্রায় সকল তলা ভয়াবহ আগুনে জ্বলেছে। ভবনে লাগা আগুনসহ বিভিন্ন বস্তু উড়ে গিয়ে আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। ওইসব ভবনের প্রথমে ছাদের উপর আগুন লেগে কিছুক্ষণ পর থেমে যাওয়ায় ভবনগুলো রক্ষা পায়।