দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান। আজ শুক্রবার বাংলাদেশ সময় বিকেলে যুক্তরাষ্ট্রে সাকিব-শিশিরের কোল জুড়ে দ্বিতীয় সন্তান আসে। সাকিবের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এখন সাকিব দুই কন্যার বাবা। তার প্রথম মেয়ে আলাইনা হাসান অব্রির বয়স এখন পাঁচ বছর।
এর আগে গত ৭ এপ্রিল ফেসবুকে কন্যা আলাইনা হাসান অব্রির একটি ছবি পোস্ট করেন অনাগত সন্তানের কথা জানিয়েছিলেন সাকিব। এই ছবিতে একটি টি-শার্ট হাতে পোজ দেন আলাইনা। টি-শার্টে লেখা ‘ওয়েলকাম হোম’, আর ক্যাপশনে লেখা ‘বিগ সিস্টারহুড’। ওইদিন একই ছবি এবং একই ক্যাপশন দিয়ে পোস্ট করেন সাকিবপত্নী উম্মে আহেমদ শিশির।
সাকিব-শিশির বিয়ে বন্ধনে আবদ্ধ হন ২০১২ সালের ১২ ডিসেম্বর। ‘১২-১২-১২’ তারিখ থেকে দুজন একই ছাদের নিচে বসবাস শুরু করেন। ২০১৫ সালের ৮ নভেম্বর তাদের কোলজুড়ে আসে প্রথম সন্তান আলাইনা।
সাকিব পরিবার এখন যুক্তরাষ্ট্রে আছে। কিছুদিন আগে বাংলাদেশ থেকে সাকিব যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, তখন বিশ্ব সাস্থ্য সংস্থার বিধি মোতাবেক সেলফ কোয়ারেন্টিনে ছিলেন ১৪ দিন। তার পর পরিবারের সঙ্গে দেখা করেন সাকিব।