দেশের বিভিন্ন জেলার পাশাপাশি রাজধানীতে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সারাদেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৫০৩ জন। এরমধ্যে রাজধানীতেই বেশি। আর মারা যাওয়া ৪ জনের সবাই রাজধানীবাসী। এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ১৩১ জন। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৬৮৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১১২ জন।
শুক্রবার দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
আইইডিসিআর এর তথ্য মতে, রাজধানী ঢাকায় মিরপুর এলাকা ৭৯, রাজারবাগ ৭০, মোহাম্মদপুর ৪৪, লালবাগ ৩৯, যাত্রাবাড়ী ৩৯, বংশাল ৩৪, চকবাজার ৩২, ওয়ারী ৩০, মিটফোর্ড ২৮, ধানমন্ডি ২৬, উত্তরা ২৫, তেজগাঁও ২৪, গেণ্ডারিয়া ২২, মহাখালী ২১, শাঁখারীবাজার ২০, বাসাবো ১৯, গুলশান ১৯, টোলারবাগ ১৯, হাজারীবাগ ১৮, মগবাজার ১৮, শাহবাগ ১৬, আজিমপুর ১৬, জুরাইন ১৪, শান্তিনগর ১২, সুত্রাপুর ১২, গ্রিন রোড ১১, বাবুবাজার ১১, টিকাটুলি ১০, নারিন্দা ৯, বাড্ডা ৯, শ্যামলী ৯, ইস্কাটন ৮, বনানী ৮, মুগদা ৮, চাঁনখারপুল ৮, কোতোয়ালি ৭, মালিবাগ ৭, নয়াবাজার ৭, নাজিরাবাজার ৭, আদাবর ৬, জিগাতলা ৬, বসুন্ধরা আবাসিক এলাকা ৬, কাজীপাড়া ৬, গুলিস্তান ৬, গোপীবাগ ৬, নাখালপাড়া ৬, ডেমরা ৬, লক্ষ্মীবাজার ৫, রামপুরা ৫, আগারগাঁও ৫, কামরাঙ্গীরচর ৫, খিলগাঁও ৫, রমনা ৫, শাজাহানপুর ৪, শনিরআখড়া ৪, সিদ্ধেশ্বরী ৪, সবুজবাগ ৪, কারওয়ান বাজার ৪, শেওড়াপাড়া ৪, নবাবগঞ্জ ৪, নিমতলী ৪, কলাবাগান ৪, সোয়ারীঘাট ৩, বেইলি রোড ৩, হাতিরপুল ৩, মাতুয়াইল ৩, গোড়ান ৩, সদরঘাট ৩, গণকটুলি ৩, পোস্তগোলা ৩, ইসলামপুর ২, পুরানা পল্টন ২, শাহ আলীবাগ ২, পীরেরবাগ ২, দয়াগঞ্জ ২, ধোলাইখাল ২, কদমতলী ২, সায়েদাবাদ ২, ফার্মগেট ২, জেলগেট ২, রায়ের বাজার ২, কল্যাণপুর ২, ক্যান্টনমেন্ট ২, এলিফ্যান্ট রোড ২, মানিকনগর ২, তাঁতীবাজার ২, ইব্রাহীমপুর ২, কাকরাইল ২, বসিলা ১, সেন্ট্রাল রোড ১, বুয়েট এলাকা ১, উর্দু রোড ১, নিকুঞ্জ ১, আশকোনা ১, হাতিরঝিল ১, মানিকদী ১, বেড়িবাঁধ ১, বেগুনবাড়ী ১, ঢাকেশ্বরী ১, নবাবপুর ১, আরমানিটোলা ১, বানিয়ানগর ১, কুড়িল ১, মতিঝিল ১, শান্তিবাগ ১, শ্যামপুর ১, ভাটারা ১, রায়েরবাগ ১, বেগমবাজার ১, বকশীবাজার ১, তেজতুরী বাজার ১, ফরিদাবাদ ১, কচুক্ষেত ১, সায়েন্সল্যাব ১, শেখেরটেক ১, খিলক্ষেত ১, কলতা বাজার ১, মালিটোলা ১, মোহনপুর ১, বাংলামোটর ১, গোলারটেক ১, কাঁঠালবাগান ১, আমিনবাজার ১, আমলাপাড়া ১, বনশ্রী ১, কমলাপুর ১, সেগুনবাগিচা ১, তুরাগ ১, ফকিরাপুল ১, মাদারটেক ১, নীলক্ষেত ১, দনিয়া ১, করাতিটোলা ১ ও রাজাবাজার ১ জন আক্রান্ত হয়েছে।
উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে আইইডিসিআর। তার ১০ দিন পর দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র্যা ব ও পুলিশ।