করোনা সংক্রমণ প্রতিরোধে ময়মনসিংহ জেলা লকডাউন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টা থেকে জেলাকে লকডাউন ঘোষণা করে প্রশাসন। জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, করোনা মোকাবিলায় বর্তমান পরিস্থিতিতে ময়মনসিংহ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলেও জানান তিনি।

নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সড়ক ও নৌপথে অন্য কোনও জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে বা এ জেলা থেকে অন্য কোনও জেলায় যেতে পারবে না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবৎ হবে। সকল ধরণের গণপরিবহন ও জনসমাগম পূর্বের মতো বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা চিকিৎসা, ওষুধের দোকান, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ লকডাউনের আওতামুক্ত থাকবে। জনসাধারণের সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে জারিকৃত সকল আদেশ বলবৎ থাকবে বলেও গণবিজ্ঞপ্তিতে বলা হয়। করোনা প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেছেন জেলা প্রশাসক মিজানুর রহমান।