করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে গাজীপুর শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ির উন্মুক্ত মাঠে সোমবার সকাল থেকে কাঁচাবাজার বসেছে। সামাজিক দূরত্ব বজায় রেখে শহরের বাসিন্দারা সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত ওই বাজার থেকে কেনাকাটা করছেন। জয়দেবপুর বাজারের পরিবর্তে এই ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে বাজার বসেছে।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি আলমগীর ভূঁইয়া জানান, জয়দেবপুর বাজারের কাঁচাবাজারটির জন্য নির্ধারিত স্থানটি খুবই ছোট। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কাঁচাবাজার জয়দেবপুর বাজারের পরিবর্তে ভাওয়াল রাজবাড়ী মাঠে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতিদিন এখানে বাজার বসবে।
জয়দেবপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ স¤পাদক হাবিবুর রহমান ভূইয়া বলেন, বাজার স্থানান্তরের বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে। এখানে সামাজিক দূরত্ব বাজায় রেখে স্বাচ্ছন্দে সবাই বাজার কেনাকাটা করতে পারবেন। প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তার আশ^াস দেয়া হয়েছে।