পুরান ঢাকার বকশীবাজারের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজের এক মাসেও খোঁজ মেলেনি সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের। পরিবারের অভিযোগ, পুলিশ সঠিকভাবে তদন্তকাজ চালাচ্ছে না। কাজলের ছেলে মনোরম পলক জানিয়েছেন, এক মাস ধরে বাবাকে পাওয়া যাচ্ছে না। আমরা ভীষণ চিন্তিত হয়ে পড়েছি। জানি না তিনি কোথায় আছেন। আমরা তাকে সুস্থভাবে ফেরত চাই। পুলিশের কাছে বাবার সর্বশেষ অবস্থান সম্পর্কে একটা ভিডিও ফুটেজ আছে। পুলিশ বলছে, তারা ওই ফুটেজে রহস্যময় কিছু দেখছে না।
নিখোঁজ কাজল দৈনিক সমকাল ও বণিক বার্তায় ফটো সাংবাদিক হিসেবে কাজ করেছেন। এখন তিনি ‘পক্ষকাল’ নামের একটি পাক্ষিক পত্রিকার সম্পাদক। গত ১০ মার্চ শফিকুল ইসলাম কাজল পুরান ঢাকায় তার বকশীবাজারের বাসা থেকে বের হওয়ার পর তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি তার পরিবার। পরদিন কাজলের স্ত্রী জুলিয়া ফেরদৌসী চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত ১৮ মার্চ কাজলের সন্ধান চেয়ে চকবাজার থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেন মনোরম পলক।
অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে লেখালেখির কারণে কেউ তাকে অপহরণ করেছে।