রঙীন পাখায় স্বপ্ন
ঘুম ভেংগে যেইনা চোখ কচলে জানালায় তাকালাম,
দেখলাম একটা প্রজাপতি,
স্বগর্বে তার রঙীন দুটি পাখা মেলে
বসে আছে কার্নিশে।
আহা! কি সুন্দর!কি রঙীন!
ভাবলাম কেনো প্রজাপতি হলাম না?
প্রজাপতির পাখা দুটি কতই না সুচারু কারুকার্যময়!
ইচ্ছে হলেই সুন্দর পাখা দুটি মেলে,
উড়ে বেড়ায় এ ডাল হতে ও ডালে।
নানান রংগের ফুলের সুবাস নিয়ে,
ফুলের মধু খেয়ে তার তৃষ্ণা মেটায়।
কখনও কখনও উড়ে গিয়ে বসে
কোন ছোট খুকির চুলের ফিতায়,
অথবা কোন স্নিগ্ধ তরুনীর শাড়ির আঁচলে।
কতই না সুখী ওরা!!!!
হঠাৎ সম্বিৎ ফিরে এলো,
কখন যে প্রজাপতি হয়ে,
ঘুরে এলাম এক অজানা স্বপ্নের দেশে,
টের ই পাইনি।
কঠিন বাস্তবে বাস করা এই আমি
মনের গোপন চাওয়ায় হারাই বারে বার।
এই অবুঝ আমি কে বড্ড বেশী ভালোবাসি,
তার অবুঝ চাওয়া যে কখনই বাস্তব হয় না,
সেটা জেনেও সেই স্বপ্ন দেখেই যায়।
প্রজাপতি মন টাকে কি দিয়ে যে বেধে রাখা যায়,
সেই উপায় খুজি সারাক্ষণ।
রঙীন স্বপ্ন দেখার কোন অধিকার যে নেই,
এই অবুঝ মন কে কি করে বোঝাই!!
কার্নিশে বসে থাকা প্রজাপতি টা নেই এখন।
হয়তো উড়াল দিয়েছে কোন অজানা সবুজ দেশে।
আমার বিবর্ণ বাগানে আমি একাই থাকি,
আর অপেক্ষায় থাকি,
হয়তো হবে রঙীন কখনো আমার বাগান,
আর সেই বাগানের একমাত্র প্রজাপতি হব আমি।
– তানিয়া তাজ