যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ বছর বয়সের ওই কন্যা শিশুটির মৃত্যু হয়। তার বাড়ি যশোর সদর উপজেলার এনায়োতপুর গ্রামে।
জানা যায়, ওই শিশুটি জ্বর,সর্দি, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিল। এ অবস্থায় তাকে গতকাল রোববার বিকেল সাড়ে চারটা নাগাদ হাসপাতালে আনা হয়। এ সময় ডাক্তাররা তার শরীরে করোনাভাইরাস সংক্রমণের প্রাথমিক লক্ষণ থাকায় আইসোলেশন ওয়ার্ডে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। আজ সকালে চিকিৎসক ওই ওয়ার্ড পরিদর্শনে গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় পান। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভর্তির সময় ওই শিশুটির শারীরিক অবস্থার উপসর্গ দেখে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। আজ সোমবার সকালে আইইডিসিআর-এর স্থানীয় প্রতিনিধিদের তার নমুনা সংগ্রহ করার কথা ছিল। কিন্তু তার আগে শিশুটি মারা গেছে। এদিকে, আইইডিসিআর-এর প্রতিনিধিরা শিশুটির রোগের লক্ষণ শুনে বলেছেন, সে করোনাভাইরাসে আক্রান্ত ছিল না।