চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
জানা গেছে, নিহতদের মধ্যে অধিকাংশই লবণ শ্রমিক। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, চুনতি ফরেস্ট অফিস এলাকায় ট্রাক ও হিউম্যান হলারের সংঘর্ষে ওই ১৩ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের উদ্ধারে পুলিশ ছাড়াও সাতকানিয়া ও চকরিয়া ফায়ার সার্ভিস কাজ করছে। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।