বাংলাদেশসহ সাত দেশের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। আজ শনিবার এ নিষেধাজ্ঞা জারি করা হয়। আগামী এক সপ্তাহ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে খবর প্রকাশ করে সংবাদ সংস্থা রয়টার্স। বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হলো ভারত, শ্রীলঙ্কা, সিরিয়া, লেবানন, ফিলিপাইন, সিরিয়া ও মিসর।
কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এসব দেশের যেসব নাগরিক ওই সাতটি দেশে সর্বশেষ দুই সপ্তাহ অবস্থান করেছেন তাদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। আর কুয়েতের যেসব নাগরিক উল্লিখিত দেশ ভ্রমণ করেছেন তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এখন পর্যন্ত বিশ্বের ৯০টির বেশি দেশে এক লাখেরও বেশি মানুষের শরীরে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়া এই ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বেশ কয়েকটি দেশের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই ভাইরাসের উৎপত্তিস্থল চীনের সঙ্গে বেশিরভাগ দেশের যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।