প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি আকার ধারণ করেছে বিশ্বজুড়ে। বিশ্বের প্রায় ৯১টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া এই ভাইরাসে প্রায় সাড়ে তিন হাজার ৪০৮ জন মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। চীনের বাইরে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ইটালি। করোনা শুরু হওয়ার পর থেকে দেশটিতে দৈনিক সবচেয়ে বেশি মৃতের সংবাদ আসছে।
ইটালির স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এরই মধ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৭ জনে। ইটালিতে মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৬০০ জন। ডিসেম্বরে করোনা ভাইরাস আক্রান্তের সংবাদ পাওয়া যায় ইটালিতে। এরপর থেকে চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যু দেশটিতে।
করোনা ভাইরাসের প্রকোপ মারাত্মকভাবে ছড়িয়ে পড়া ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মার্চের মাঝামাঝি পর্যন্ত সব স্কুল, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ইটালি সরকার।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাস মোকাবিলায় ডাকা সরকারি এক জরুরি সভায় দেশের সকল স্কুল, বিশ্ববিদ্যালয় মার্চের মাঝ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সারা বিশ্বে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা লাখের অধিক। চীন ও চীনের বাইরে মারা গেছেন ৩ হাজারের বেশি মানুষ।
করোনা প্রতিরোধে প্রত্যেকটি দেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক।