করোনাভাইরাসের কারণে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুবাইয়ে গ্লোবাল উইমেন্স ফোরামে অংশ নিয়ে তিনি এ আশঙ্কার কথা জানান। ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, বিশ্বব্যাপী প্রবৃদ্ধির হার কিছুটা কমাতে হতে পারে, তবে আমরা এখনও আশা করছি, এটি ০, ১-০ অথবা ২ শতাংশের মধ্যে থাকবে।
ক্রিস্টালিনা জর্জিয়েভা আরও বলেন, চীনসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসের প্রভাব অর্থনীতিতে কতটা পড়বে, তা নির্ভর করছে কত দ্রুত এটি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ইতোমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
চলতি বছর ৩ দশমিক ৩ শতাংশ বৈশ্বিক প্রবৃদ্ধি হতে পারে বলে জানুয়ারিতে পূর্বাভাস দেয় আইএমএফ, যা গত অক্টোবরে দেয়া ৩ দশমিক ৪ শতাংশ পূর্বাভাসের চেয়ে কম। জর্জিয়েভা বলেন, ইতিমধ্যে করোনাভাইরাস পর্যটন এবং পরিবহনের মতো খাতে প্রভাব ফেলেছে। এখনই এর বিষয়ে কিছু বলা ঠিক হবে না, কারণ আমরা এখনও এই ভাইরাসটির প্রকৃতি কী, তা পুরোপুরি জানি না। আমরা জানি না, চীন কত তাড়াতাড়ি এটি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। ২০০২ সালে ছড়িয়ে পড়া সার্স মহামারির চেয়েও করোনাভাইরাসের প্রভাব বেশি পড়বে বলে মনে করছেন আইএমএফ প্রধান।