জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে সামনে রেখে ‘মুজিববর্ষ আন্তঃকলেজ ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২০’ আয়োজন করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের ¯œাতক (পাস ও সম্মান), ¯œাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত নিয়মিত ছাত্র-ছাত্রীরা এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এ প্রতিযোগিতার জেলা পর্যায়ে বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ১৮ মার্চ থেকে ২৪ মার্চ। বিভাগীয় পর্যায়ে বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ২৯ মার্চ থেকে ৩১ মার্চ। ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের চূড়ান্ত রাউন্ড আগামী ৪ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd থেকে জানা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম বুধবার এ তথ্য জানিয়েছেন।
মোস্তাফিজুর রহমান টিটু
স্টাফ রিপোর্টার, গাজীপুর।