বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) শিক্ষক সমিতির ২০২০ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম পূর্ণ প্যানেল বাউবি শিক্ষক সমিতির সকল পদে নির্বাচিত হয়েছে। সভাপতি পদে অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম ৭৪ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডাঃ সরকার মোঃ নোমান ৬৭ ভোট পেয়ে জয়লাভ করেন। বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে ২৮ জানুয়ারি দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনের ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার বাউবি’র স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজির সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ মন্ডল এ ফল ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের ১৩৮ জন শিক্ষক সমিতির সদস্য রয়েছেন।

নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি পদে আরিফা রহমান রুমা, কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার, যুগ্ম-সম্পাদক আ.ন.ম তোফায়েল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মশিউর রহমান, কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে অধ্যাপক সুফিয়া বেগম, অধ্যাপক ড. মোঃ ফরিদ হোসেন, অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, ড. মোঃ তৌহিদুল ইসলাম, উমাশ্রী ধর, মোঃ তরিকুল ইসলাম, ড. মোঃ আনোয়ারুল হক, মোঃ শেখ ফরিদ, নূর মোহাম্মদ।