খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ২৫৪ নং কেরেংগানাল গ্রামের আপন চাকমা (৪১) দীর্ঘদিন যাবত ব্রেইন টিউমার রোগে ভূগছেন। তার চিকিৎসার খরচ চালাতে গিয়ে তাঁর স্ত্রী কাজলা চাকমা একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন। ডাক্তার বলেছে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে চিকিৎসা করাতে হবে। এজন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। তাই সমাজের হৃদয়বান ব্যক্তিদের নিকট আপন চাকমার স্ত্রী কাজলা চাকমা স্বামীকে বাঁচাতে আর্থিক সাহায্য পেতে করুণ আকুতি জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ- আপন চাকমা, পিতাঃ রামকৃষ্ণ চাকমা, ২৫৪ নং কেরেংগানাল মৌজা। ১নং মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ, ৭নং ওয়ার্ড, উপজেলাঃ মহালছড়ি,জেলাঃ খাগড়াছড়ি পার্বত্য জেলা। চলতি হিসাব নং- ৩৪০২১৪২৩, সোনালী ব্যাংক লিঃ, মহালছড়ি শাখা, মহালছড়ি,খাগড়াছড়ি। বিকাশ (পারসোনাল) ০১৮৮০০৪৬৩৬২ (আপন চাকমার একমাত্র মেয়ে)। আপন চাকমার স্ত্রী কাজলা চাকমার মোবাইল নম্বর- ০১৫৩২৮২৯৪৪৪ ( নগদ- পারসোনাল)।
মিল্টন চাকমা কলিন, (মহালছড়ি) খাগড়াছড়ি