ইউক্রেনের যাত্রীবাহী উড়োজাহাজ ভূপাতিত করার পর ব্লাক বক্স ফেরত চেয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউক্রেন তেহরানের উপর চাপ দেয়। শনিবার প্রকাশিত ইরানের সংবাদ সংস্থা তাসনিম ব্লাক বক্স ফেরত দেয়ার সিদ্ধান্তের কথা জানালেও কবে দেয়া হবে তা উল্লেখ করেনি। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার দুর্ঘটনা তদন্ত বিষয়ক পরিচালক হাসান রেজাইফার জানান, ফ্রান্স, কানাডা ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের সহায়তায় রেকর্ডারের তথ্যগুলো বিশ্লেষণই তাদের লক্ষ্য। তবে এ প্রচেষ্টা ব্যর্থ হলে তখন ব্ল্যাক্স বক্স ফ্রান্সে পাঠাবে।
তেহরানের কাছে ওই উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইটের ১৭৬ আরোহীর সবাই নিহত হন। এ ঘটনার পর ইরানের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে তুলেছে যুক্তরাষ্ট্র।