বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড এর অধিনস্ত কলেজ “শেখ কামাল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল”এর মাদারীপুর কেন্দ্রের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের পরীক্ষা ১৪ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে।
ডি,এইচ,এম,এস পরীক্ষায় বোর্ড নির্ধারীত রুটিন অনুযায়ী আগামী ২৮ জানুয়ারী তারিখে শেষ হওয়ার কথা রয়েছে। মাদারীপুর কেন্দ্রে সচিবের দায়িত্ব পালন করছেন ডাঃ এমদাদুল হক খান, অধ্যক্ষ এবং হল তত্ত্ববধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র প্রভাষক ডাঃ মোঃ খায়রুল আলম ও সহকারী হল তত্ত্বাধায়কের দায়িত্বে রয়েছেন ডাঃ সেলিম শেখ কক্ষ পরিদর্শকের দায়িত্ব পারন করছেন অত্র কলেজের প্রভাষকগন ও বোর্ড কর্তৃক পাঠানো প্রভাষকগন এছাড়া সার্বিক ভাবে সহযোগীতা করে যাচ্ছেন কলেজের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। পরিক্ষায় এবছরে সর্বমোট ২৬০ জন ছাত্র ছাত্রী অংশ গ্রহন করেছে।
সাবরীন জেরীন,মাদারীপুর।