ঢাকা বরিশাল মহাসড়কে বাবুগঞ্জ উপজেলায় কামিনী পেট্রোল পাম্পেরে সামনে সেনাবাহিনীর মাইক্রোবাস সেনা নং ০১৫৩১৬ এর সঙ্গে ঢাকা চট্টগ্রাম কুয়াকাটা ঢাকা গামী ঈগল পরিবহন গাড়ি নং ঢাকা মেট্রোঃ ব ১৪-৭৩২৪ পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয় প্রায় ১০-১২ জন আহত আহত হয়। এবং সেনাবাহিনী মাইক্রো চালক ও পরিবহনের চালক গুরুতর আহত হয়ে। এবং আহতদের বরিশার শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে নেয়া হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬ ঘটিকার সময় রামপট্টি নামক কামিন পেট্রোল পাম্পের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে খবর পেয়ে এয়ারপোর্ট থানার কর্মকর্তা এস আই জালাল, এস আই দীপায়ন ঘটনাস্থল পরিদর্শন করে, এবং সাংবাদিকদের জানান, দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে কয়েকজন আহত হয়। তবে নিহতের কোনো খবর পাওয়া যায়নি এখনো।
বাবুগঞ্জ প্রতিনিধি রানা