বুধবার (১৫ জানুয়ারি) সকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের কৈলাটি গ্রামে মানসিক ভারসাম্যহীন ছেলের দায়ের কোপে মা ফিরোজা খাতুনের(৫৫)মৃত্যু হয়েছে।
হালুয়াঘাট থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, ওই গ্রামের আবদুল হাইয়ের স্ত্রী ফিরোজা খাতুন সকালে বাড়িতে বসে মাছ কাটছিলেন। এসময় তার মানসিক ভারসাম্যহীন ছেলে ছাব্বির (২৫) মায়ের কাছে থাকা দা নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই মায়ের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ছাব্বিরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ