আজ ১৫ জানুয়ারি ২০২০ বুধবার দুপুর ১.০০টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ ২য় তলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ৭৫টি সাধারণ ওয়ার্ডের বিদ্রোহী কাউন্সিলর ও ২৫টি সংরক্ষিত ওয়ার্ডের সংরক্ষিত বিদ্রোহী কাউন্সিলরদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আামির হোসেন আমু এমপি’র সভাপতিত্বে সভায় থানা আওয়ামী লীগ সভাপতি/সাধারণ সম্পাদক উপস্থিত থেকে প্রচার কার্যে বিদ্রোহী প্রার্থীদের সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি ভূমিকা উল্লেখ করে তাদেরকে সংগঠন থেকে বহিষ্কারের দাবি জানান। থানা নেতৃবৃন্দ বিদ্রোহী প্রার্থীদের পিছনে যে সকল মদদ দাতা রয়েছেন তাদেরকেও সাংগঠনিক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।
এ দাবির প্রেক্ষিতে সভার সভাপতি আমির হোসেন আমু এমপি বিদ্রোহীদের সংগঠন থেকে বহিষ্কার করা হবে এই মর্মে ঘোষণা দেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটি-২০২০ এর সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির এর পরিচালনায় সভায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী সহ মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।