নির্বাচনীর প্রচারণায় গিয়ে ভোটারদের চা বানিয়ে দিতে দেখা গেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলামকে। আজ সোমবার বিকেলে রাজধানীর রামপুরা, আফতাবনগর এলাকায় প্রচারণা চালাতে গিয়ে একটি টং দোকানের সামনে গিয়ে চা বানাতে বসে পড়েন তিনি।
উপস্থিত এলাকাবাসী ও মেয়রের সঙ্গে আসা সমর্থকরাও এ ঘটনায় চমকিত হন। যদিও সকলেই অনেক আগ্রহের সঙ্গে মেয়রের চা বানানো দেখেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই টং দোকানে বসে পরপর ৮ কাপ দুধ চা বানান মেয়র প্রার্থী আতিক। কয়েকজন ভোটার ও কর্মীদের সেই চা পান করতেও দেন তিনি। টং দোকানি ইয়াসিন এ ব্যাপারে বলেন, ‘মেয়রের মতো একজন সম্মানিত ব্যক্তি আমার দোকানে বসে চা বানিয়েছেন, এতে আমি অভিভূত। তিনি ৮ কাপ চায়ের দামও দিয়েছেন।’ জানা গেছে, নিজের বানানো চা পরিবেশন করেও টং দোকানি ইয়াসিনকে ৮০০ টাকা দিয়েছেন মেয়র আতিক।