বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার সব প্রস্তুতি প্রায় শেষ। বিকেলে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ক্ষণগণনা ঘোষণা করবেন। এরপরই চালু হয়ে যাবে দেশের বিভিন্ন স্থানে বসানো ক্ষণগণনার ৮৩টি ঘড়ি।

এরপর ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন থেকে শুরু হবে মুজিব জন্ম শতবর্ষের বছরব্যাপী নানা কার্যক্রম।
শুক্রবার বিকেল তিনটায় প্রধানমন্ত্রীর মঞ্চে আসার কথা রয়েছে। এরপর তার বক্তৃতা শেষে মুজিব বর্ষের লোগো উন্মোচন করা হবে। আর এর সাথে সাথেই দেশের ১২টি সিটি করপোরেশনের ২৮টি জায়গা, বিভাগীয় শহর, ৫৩ জেলা, দুই উপজেলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীতে বসানো ৮৩টি স্থানে ক্ষণগণনার ঘড়ি সচল করা হবে।